শেয়ার বিক্রির চাপ বেড়েছে পুঁজিবাজারে
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৯:৩০:৪৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১ নভেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় এদিন লেনদেন পরিমাণ কমেছে। এদিন শেয়ার বিক্রির চাপ বেড়েছে। ফলে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধির চেয়ে কমেছে বেশি।
পুঁজিবাজারের মন্দা প্রসঙ্গে বিনিয়োগকারীরা বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে দেশের ভেতর ও বাইরে এক ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই প্রভাব দেশের পুঁজিবাজারে পড়েছে। এরই ধারায় আজ পুঁজিবাজারে অধিকাংশ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। লেনদেন কমে তিনশ কোটি টাকা ঘরে চলে এসেছে। প্রধান সূচকেও পতন।
ডিএসইর সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে ৩৭২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগেরদিন মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ দশমিক ৭১ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০ দশমিক ৪২ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ দশমিক ৯৩ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫০টির ও কমেছে ৯২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬৭টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর মনোস্পুল পেপারের ২০ কোটি ৮৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৮৬ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৬ কোটি ৯৭ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ১৪ কোটি ৫৮ লাখ টাকা, বিচ হ্যাচারীর ১৩ কোটি ৮৬ লাখ টাকা, জেমিনি সী ফুডের ১২ কোটি ৫৯ লাখ টাকা, শমরিতা হাসপাতালের ১০ কোটি ৫৩ লাখ টাকা, সোনালী আঁশের ১০ কোটি ১২ লাখ টাকা এবং লিবরা ইনফিউশনের ৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।