দক্ষিণ সুরমায় জামায়াতের রেলপথ অবরোধ
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৭:১২:২১ অপরাহ্ন
জামায়াত কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধের ৩য় দিনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং, মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে রেলপথ অবরোধ করে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারের নেতৃত্বে দক্ষিণ সুরমার সড়ক ও রেল পথের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করা হয়। এসময় থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রেলপথ অবরোধকালে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন চলবে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। জনতার দাবী মেনে নিতে বিলম্ব করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে। বিজ্ঞপ্তি