কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৮:০১:৩৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, যুব সংগঠক আব্দুল খালিক প্রমুখ। এ ছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, যুব উন্নয়ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব নারীরা সভায় উপস্থিত ছিলেন।