কানাইঘাটে ৪১৪ কেজি ভারতীয় শুঁটকি নিলামে বিক্রি
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৮:০৫:৫৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৪১৪ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলার সাতবাঁক ইউনিয়নের নয়ামাটি বাংলাবাজার পাকা সড়কে অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা টাটা পিকআপ ভর্তি ভারতীয় শুঁটকির গাড়ী ফেলে রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পিকআপসহ পাটের সাড়ে ১১ বস্তা ভর্তি ভারতীয় চিংড়ি শুঁটকি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। সেখানে তামাবিল স্থল শুল্ক স্টেশনের দু’জন কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশের উপস্থিতিতে আটককৃত শুঁটকি প্রকাশ্যে নিলামে ৭২ হাজার ২শ টাকা বিক্রি করা হয়।
আটককৃত পিকআপ গাড়ী জব্দ করার পর গাড়ী চালক ভূমি অফিসে উপস্থিত হয়ে ভবিষ্যতে কখনো চোরাচালান পণ্য পরিবহন করবে না মর্মে মুচলেকা দিলে জব্দকৃত গাড়ীসহ তাকে ছেড়ে দেন উপজেলা ভূমি কর্মকর্তা।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ফয়সাল আহমদ জানিয়েছেন চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।