বিদেশি মিশন থেকে সশস্ত্র বাহিনীর আয় ৩৪৬ কোটি ৩৩ লাখ ডলার
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৮:৫০:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিদেশি মিশন থেকে ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার আয় করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
জাতীয় সংসদের চলতি অধিবেশনে বৃহস্পতিবার (২ নভেম্বর) আওয়ামী লীগের সংসদ সদস্য মো. হাবিবর রহমানের এ সংক্রান্ত লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
আনিসুল হক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২০০০-০১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোট ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ ৩ হাজার ১৩৭ টাকা।
তিনি জানান, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় ১৫ কোটি ৮০ লাখ ৭৪৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯১৯ টাকা।