সুনামগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুই মামলায় আসামি শতাধিক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৯:১২:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে গাড়ি ভাংচুরের মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। দুই মামলায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপির নেতারা বলছেন, একতরফা নির্বাচন ও বিএনপিকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রমূলকভাবে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এসব ‘গায়েবি’ মামলা করা হয়েছে। তবে পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা এ মামলা করেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, শহরে পশ্চিম হাজিপাড়ায় গাড়ি ভাংচুরের মামলায় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সদর উপজেলা যুবদলের সভাপতি মমিনুল হক কালারচান, জেলা ছ্ত্রাদলের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
এদিকে, শহরের হাছননগরে গাড়ি ভাংচুরের মামলায় সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা যুবদলের সভাপতি মমিনুল হক কালারচান, বিএনপি নেতা তাহের মিয়াসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরো ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামিরা অবরোধের নামে শহরে গাড়ি ভাংচুর করেছে। তাদের নামে মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।