বীরদল মাদ্রাসায় রোটারী সিলেট সেন্ট্রালের সেনিটারী লেট্রিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৯:১৯:০১ অপরাহ্ন
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের অর্থায়নে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল মাদানিয়া মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের জন্য স্বাস্থ্য সম্মত সেনিটারী লেট্রিন প্রদান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট ও কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান রোটারিয়ান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি বিকাশ কান্তি দাস, প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুর রহমান, রোটারিয়ান জুবায়ের আহমদ, রোটারিয়ান ইমদাদ হোসেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার সেলিম আহমদ, মাদ্রাসার মুহতামিম মাও. ইহাহইয়া, মাও. জাহিদুল ইসলাম, মাওলানা নুর আহমদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এলাকার মুরব্বীবৃন্দ। বিজ্ঞপ্তি