গোলাপগঞ্জ বিএনপি নেতা মুছাব্বিরের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৯:৩১:০৭ অপরাহ্ন
গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মুছাব্বির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত মঙ্গলবার গভীররাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর মরহুমের নিজ এলাকা শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর মাদ্রাসা মাঠে ২য় দফা জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা বিএনপি নেতা ফয়সাল আহমদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মুমিত হীরা, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এর আগে সকাল ৮ টায় নগরীর জামেয়া ইসলামিয়া খাসদবির মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের ভাগিনা কামাল উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। বিজ্ঞপ্তি