জেলা বিএনপির কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ৯:৩৪:২৮ অপরাহ্ন
ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ ও সরকার দলের সন্ত্রাসীদের সম্মিলিত হামলার প্রতিবাদে ও সরকার পতনের একদফা দাবীতে টানা ৭২ ঘন্টার অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করায় সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি টবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীসহ মুক্তিকামী সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, চলমান অবরোধ কর্মসূচি শুক্রবার ভোর ৬টায় শেষ হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আওয়ামী দুঃশাসনে এমনিতেই সারাদেশের ন্যায় সিলেটবাসী ভালো নেই। তারপরও নিজেরা কষ্ট সহ্য করে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবীতে এবং পুলিশী হেফাজতে যুবদল নেতা জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে টানা তিন দিনের হরতাল ও অবরোধ কর্মসূচি স্বত:ষ্ফূর্তভাবে পালন করেছেন, এজন্য সিলেটবাসীর প্রতি বিএনপি কৃতজ্ঞ। আমরা আশা করি সাময়িক কষ্ট সহ্য করে অতীতের মতো আগামী দিনেও সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সিলেটবাসী বিএনপির পাশে থাকবেন।
এদিকে, টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর প্রবেশ পথ দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় অবস্থান করে কর্মসূচি পালন করেন। বিজ্ঞপ্তি