ধর্মীয় সম্প্রতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে : মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৫:০৯:৫৭ অপরাহ্ন
সিলেটের টানা দুই মেয়াদের মেয়র আরিফুল হক চৌধুরীকে বিদায় সংবর্ধনা দিয়েছে সিলেট প্রেসবিটারিয়ান চার্চ। বৃহস্পতিবার রাতে নয়াসড়কস্থ খ্রিস্টান মিশনে আয়োজিত বিদায় সংবর্ধনায় বক্তৃতাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আধ্যাত্মিক নগর সিলেটের হাজার বছরের ধর্মীয় সম্প্রতির ঐতিহ্য রয়েছে। নানা জাতি, ধর্ম, বর্ণের মানুষের একত্রে বসবাসের কারণে সিলেটের বহুজাতিক সংস্কৃতি ইতিহাসে উজ্জ্বল।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের বহুজাতিক সংস্কৃতির বিকাশে সিলেট সিটি কর্পোরেশন কাজ করছে। নগরের ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার প্রচেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় সিলেট নগরের নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চ উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছি। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট খ্রিস্টান ইতিহাস, ঐতিহ্য আর ধর্মীয় স্থাপত্য রীতির মিশেলে চার্চের নকশা চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই নতুন নকশায় চার্চের নির্মাণ কাজ শুরু করবে সিলেট সিটি কর্পোরেশন।
তিনি বলেন, মেয়রের দায়িত্বে না থাকলেও সিলেটের খ্রিস্টান সম্প্রদায়ের যেকোন সংকট সম্ভাবনায় পাশে থাকবেন। নগর উন্নয়নে নিজেকে সবসময় সম্পৃক্ত রাখার কথাও জানান সিসিক মেয়র।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা, সিলেটের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ, সিসিকের কাউন্সিলরগণ। বিজ্ঞপ্তি