রোটারী ক্লাব অব সিলেট সিটির গভর্নরস ভিজিট
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৬:৫২:২২ অপরাহ্ন
রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারি টিআরএফ এর মাধ্যমে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন খাতে সেবা প্রদান করে যাচ্ছে। বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে সামাজিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল।
তিনি বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে রোটারী ক্লাব অব সিলেট সিটির গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি’র সভাপতিত্বে গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী এরিয়া এডভাইজার রোটাঃ হানিফ মোহাম্মদ, এরিয়া ডিরেক্টর রোটাঃ একে এম সামসুল হক দিপু, ডেপুটি গভর্নর রোটাঃ পি পি আতিকুর রেজা চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি রোটাঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটাঃ তানিয়া আহমেদ, ক্লাব সেক্রেটারি রোটাঃ মাসুক আহমদ।
এর আগে জেলা গভর্নরের উপস্থিতিতে অফিসিয়াল এক্সক্লুসিভ মিটিং অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ক্লাবের পক্ষ থেকে সিলিং ফ্যান ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিজ্ঞপ্তি