মুরারিচাঁদ ছায়া জাতিসংঘের সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৬:৫৭:৩১ অপরাহ্ন
মুরারিচাঁদ ছায়া জাতিসংঘের ২০২৩ সালের ৩ দিনব্যাপি সম্মেলন সম্পন্ন হয়েছে। রোববার সিলেট নগরীর সুবিদবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সমাপনী দিনে আলোচনা সভা ও সমাপনী সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গত শুক্রবার মুরারিচাঁদ কলেজ অডিটোরিয়ামে ৩দিনব্যাপি এই সম্মেলনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
মুরারিচাঁদ ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৩ এর সেক্রেটারি জেনারেল মিথহাভ মাহের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর শেখ মো. নজরুল ইসলাম।সমাপনী দিনের এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি আবু তাহের মো. সুয়েব, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র মো. নিজাম উদ্দিন, সম্মেলনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন। উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাহিয়া তালবিয়া মিম। ৩ দিনব্যাপি সম্মেলনে সারাদেশ থেকে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি