এডভোকেট মোমিন ও মকসুদের বিরুদ্ধে মামলায় মহানগর যুবদলের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৭:০০:৪৪ অপরাহ্ন
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলাসমূহ প্রত্যাহারের জন্য দাবী জানান তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার বিরোধী মত দমনে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সরকারী দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছে। দেশে আইন ও মানবাধিকার বলতে কিছু নেই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ সহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়ে ফ্যাসিবাদের শেষ রক্ষা হবেনা। বিজ্ঞপ্তি