‘ইতিহাস ও স্মৃতির আলোয় গহরপুর দেওয়ানবাড়ি’ গ্রন্থ কেমুসাসে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৭:৩২:০৭ অপরাহ্ন
‘ইতিহাস ও স্মৃতির আলোয় গহরপুর দেওয়ানবাড়ি’ গ্রন্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) পাঠাগারে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের পক্ষে গ্রন্থটি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূর ও সাধারণ সম্পাদক সৈয়দ মবনুর কাছে হস্তান্তর করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি আফতাব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ড. মোস্তাক আহমদ দীন, জগলু চৌধুরী, ড. জফির সেতু, এডভোকেট কামাল তৈয়ব, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, সহকারী পাঠাগার সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমান ও ব্যবসায়ী মুফতি আব্দুল মুকছিত আল মালুম প্রমুখ। বিজ্ঞপ্তি