গোয়াইনঘাটে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৭:৫০:৩৮ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোয়াইনঘাট উপজেলা শাখার দু’দিন ব্যাপী মেধা বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়। অভিভাবক পরিক্ষার্থীদের সকাল সোয়া ৯টা থেকেই ভীড় জমে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে।৩৭ টি বিদ্যালয়ের ১২শত পরিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের পরীক্ষায়। উপজেলায় রয়েছে ৫ পরীক্ষা কেদ্র। সকাল সাড়ে ১১ টায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় পিনপতন নিরবতা। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস।