খাদিমনগর ইসলামী যুব পরিষদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ৮:৩০:৩৫ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে খাদিমনগর ইসলামী যুব পরিষদের উদ্যোগে স্থানীয় ধুপাগুল শহীদ মিনার চত্বরে শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
খাদিমনগর ইসলামী যুব পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শিপলু আহমদের সভাপতিত্বে এবং আমিনুর রহমান আল আমীন ও হাফিজ শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন জামেয়া আবু হুরায়রা রা: আল ইসলামিয়া মহালদিক সিলেট এর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইয়াহইয়া খাঁন, মোঃ সাইফুল ইসলাম, কাওছার আহমদ, রুবেল আহমদ, হাফিজ মাওলানা মাহমুদুল হাছান, আলাল মিয়া প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ ইসরাইলি গণহত্যাকে ইতিহাসের নিকৃষ্টতম অধ্যায় আখ্যা দিয়ে বলেন, আজ বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে ইয়াহুদি গোষ্ঠী বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে এখনই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ফিলিস্তিনকে রক্ষা এবং মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদ উদ্ধার করতে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা ইসরাইলি সকল পণ্য বর্জন করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান। পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এসে শেষ হয়। বিজ্ঞপ্তি