প্রথম আলোর দেশসেরা আলোকচিত্রী আনিস মাহমুদ
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ১০:০০:৩৬ অপরাহ্ন
প্রথম আলো পত্রিকার সিলেট কার্যালয়ের আলোকচিত্রী আনিস মাহমুদ ফের দেশ সেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন। শুক্রবার প্রথম আলোর রজতজয়ন্তী উদযাপন ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক মতিউর রহমান আনিস মাহমুদের হাতে দেশ সেরা আলোকচিত্রীর পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক প্রমুখ।
এর আগে আনিস মাহমুদ ২০১২, ২০১৪ ও ২০১৭ সালে দেশ সেরা আলোকচিত্রীর পুরস্কার পান। এবার চতুর্থবারের মতো দেশ সেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন আনিস মাহমুদ। বিজ্ঞপ্তি