কুলাউড়ায় সমবায় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৬:০২:৫৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার দুপুরে আলোচনা সভা ও শ্রেষ্ট সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, পতাকা উত্তোলন ও বন্যাঢ্য র্যালী অনুষ্টিত হয়।কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। সহকারী সমবায় কর্মকর্তা মো. বরকত উল্লার পরিচালনায় এতে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ বিষয়ক আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, দারিদ্র বিমোচন কর্মকর্তা আনোয়ার হোসেন, কুলাউড়া এনআরবিসি ব্যাংক পিএলসি ম্যানেজার এনাম উদ্দিন, কুলাউড়া ইউসিসিএি লিঃ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ ছয়ফুর রহমান ছয়ফুল, সাবেক সভাপতি মইনুল ইসলাম শামীম, হাকালুকি সঞ্চয় ঋৃনদান সমিতির সভাপতি আব্দুল মালিক ও রূপালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাহিন মিয়া।
সভাশেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট সমবায়ী মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ ছয়ফুর রহমান ছয়ফুলকে ক্রেষ্ট প্রদান করা হয়। সভার পুর্বে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের পর এক বন্যাঢ্য র্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিন করে।