বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৬:০৪:২৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে সমবায় র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক সোহাগ মিয়ার সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার জবা রানী নাথ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবউন্নয়ন অফিসার রওশন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার উবায়েদ মো. উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, সিটি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সমবায়ি মুক্তালাল বিশ্বাস, জনসেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উপজেলা দলিত কল্যাণ সমবায় সমিতির সভাপতি মিলন রবিদাস, মহিলা উন্নয়ন সমিতির সভাপতি রোকশানা বেগম প্রমুখ। আলোচনায় সভায় দুইটি সমবায় সমিতিকে বিশেষ সম্মানা ও আটজন সমবায়িকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।