এডভোকেট খালিক এপেক্স জেলা-৪ এর গভর্নর নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৬:৪৮:৩৮ অপরাহ্ন
এপেক্স বাংলাদেশের ২০২৪ সালের জেলা গভর্নর-৪ নির্বাচিত হলেন এপেক্সিয়ান এডভোকেট মোঃ আব্দুল খালিক। শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ৩৮তম জেলা-৪ সম্মেলন শাহজালাল এপেক্সে একক প্রার্থী হিসেবে প্রধান নির্বাচন কমিশনার, এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেঃ এনামুল হক মিলন, এপেঃ আব্দুল খালিককে নির্বাচিত ঘোষণা করেন।
কনভেনশনে জেলা-৪ এর নবনির্বাচিত ডিজি-৪ (ইলেক্ট) কে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।উল্লেখ্য, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর অতীত সভাপতি, জেলা-৪ এর সেক্রেটারী, ন্যাশনাল অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি একজন সফল আইনজীবী। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট জেলা আইনজীবী সমিতির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত ডিজি-৪ (ইলেক্ট) এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক তার আগামীর পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি