জালালাবাদ গ্যাসে পেট্রোবাংলার চেয়ারম্যানের মতবিনময়
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৬:৫১:১৮ অপরাহ্ন
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার শনিবার সকালে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে কোম্পানির কর্মকর্তা-কর্মচারিদের সাথে এক মতবিনিময় করেছেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ, জালালাবাদ গ্যাস কর্মচারিলীগ (সিবিএ)-এর নেতৃবৃন্দ এবং জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ যোগদান করেন। সভায় জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। পরে জনেন্দ্র নাথ মেন্দিবাগে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন। বিজ্ঞপ্তি