সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৮:১৬:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ২৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে নৌ পুলিশ। এসময় দুটি নৌকাও আটক করা হয়। শনিবার ভোরে সুরমা নদীর পৈন্দা খালে এসব ভারতীয় চিনি আটক করা হয়। জব্দকৃত চিনির মুল্য আনুমানিক ১৬ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আতাউর রহমান। আটককৃতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার কাচিরগাতি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আব্দুল মন্নান, একই গ্রামের মৃত মো. নূর উদ্দিনের ছেলে মো. নিজাম উদ্দিন ও ওমরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে জিয়াউর রহমান। জানা যায়,শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আতাউর রহমান ও এসআই শেখ মোহাম্মদ ইয়াসিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুরমা নদীর পৈন্দা খাল থেকে ভারতীয় চিনিসহ তিনজকে আটক করা হয়। টুকের বাজার ফাঁড়ির ইন্সপেক্টর আতাউর রহমান জানান,নৌ পথে চাঁদাবাজিসহ অবেধ মালামাল ধরতে প্রতিনিয়ত আমরা অভিযান করছি। অভিযানের অংশ হিসেবে ২৬০ বস্তা চিনিসহ তিনজকে আটক করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।