কবিগুরুর স্মৃতি স্থান সংরক্ষণ করা হবে : আনোয়ারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৩, ৮:৪৯:২৩ অপরাহ্ন
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কবিগুরুর সিলেট পরিভ্রমণের ১০৪তম বর্ষ উদযাপনের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করা হয়। এরপর একে একে বিশ্বপ্রদীপ প্রজ্জ্বলন, শান্তি প্রার্থনা পাঠ, ‘রবীন্দ্র ভাবনায় বাঙালির সাধনা’ শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক নিবেদনের মাধ্যমে অতিথি ও শিল্পীগণ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রবীন্দ্র অনুরাগী জ্যোতির্ময় সিংহ মজুমদার ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক মিহিরকান্তি চৌধুরী। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বঙ্গীয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি প্রাবন্ধিক কামরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত এবং বঙ্গীয়’র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদের সদস্য সচিব অসিত বরণ দাশ গুপ্ত। আলোচনার ফাঁকে ফাঁকে উদ্বোধনী ও দলীয় নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি ও মণিপুরী কালচারাল একাডেমি মাছিমপুর এর শিল্পীবৃন্দ। একক আবৃত্তি পরিবেশন করেন জ্যোতি ভট্টাচার্য। একক সংগীত পরিবেশন করেন রাণা কুমার সিনহা, প্রতীক এন্দ, সুমনা আজিজ, অনিমেষবিজয় চৌধুরী, নমিতা পাল চৌধুরী (মুক্তা) ও মুন্না দত্ত। সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কবি, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও রবীন্দ্র অনুরাগী দর্শকের উপস্থিতি, আলোচনায় প্রাণবন্ত ছিল পুরো আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ ও রীমা দাস। কবিগুরুর স্মৃতি স্থাপনা সংরক্ষণ, কবিগুরুর ভাস্কর্য স্থাপনসহ রবীন্দ্র মুক্তমঞ্চ, মাছিমপুরে রবীন্দ্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার উপর বক্তাগণ অভিমত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি