সিলেটে বিক্ষিপ্ত পিকেটিং, ভাঙচুর, আটক ১
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ১:০৩:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অবরোধের প্রথম দিনে সকাল থেকে সিলেটে বিক্ষিপ্তভাবে পিকেটিং করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় পুলিশ এক পিকেটারকে আটক করেছে। রোববার সকাল সাড়ে ১২টা পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি বলে খবর পাওয়া গেছে।
এ দিকে নগরে আগের চেয়ে তুলনামূলকভাবে যান চলাচল কম। এরফলে কর্মস্থলমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে রিকশা, সিএনজি অটোরিকশা চলতে শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ভরাউট এলাকায় মাথায় হেলমেট পরে ও গামছায় মুখ বেঁধে ইট আর ইটের টুকরা বিছিয়ে সড়ক অবরোধ করেন। সেখানে তারা আধঘণ্টা অবস্থান করে এরপর স্থান ত্যাগ করেন।

এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যান ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে এক পিকেটারকে আটক করে।
এ দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকপুর ও নগরের কাজলশাহ এলাকায় সকালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গাছের শুকনা ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেন।
সকাল ৭টায় নগরের নাইওরপুল থেকে কুমারপাড়া সড়কে পিকেটিংয়ের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

এছাড়া সকালে নগরের শাহপরান এলাকায় পিকেটারেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা গাড়ি ভাঙচুরও করে।
অপরদিকে মহানগরীর পাশাপাশি সিলেট জেলার প্রায় সবকটি উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ জানান, বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কসহ সব স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি আছে। এখন পর্যন্ত নগরে কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি।