নির্বাচন যতই ঘনিয়ে আসবে পরিবেশ ভালো হতে থাকবে : পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৫:০২:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নির্বাচনের নব্বই দিনেরও বেশি এখনো বাকি। নির্বাচনী পরিবেশের ৮০ থেকে নব্বই ভাগ ইতিমধ্যে তৈরি হয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে পরিবেশ আরও ভালো হতে থাকবে।রোববার বেলা ১১ টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ এর একাডেমিক ভবনে পাঠদান কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দেশে বড় বড় মেঘা প্রকল্প হওয়ায় নতুন নতুন ভোক্তা তৈরি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। সব মিলিয়ে বাজারের বর্তমান যে অবস্থা আছে, সেটিও আগামী অগ্রহায়ণের পর থাকবে না। অগ্রহায়ণের ধান উঠলে বাজার স্থিতিশীল হবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে হাওরের পাড়ে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে সুনামগঞ্জবাসীর আকাঙ্খিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ক্যাম্পাস তৈরি হচ্ছে। এই ক্যাম্পাসের একাডেমিক ভবনের কাজ শেষ হওয়ায় অস্থায়ী ক্যাম্পাস থেকে এই ভবনে পাঠদান কার্যক্রম সরিয়ে আনা হবে। তিনি এজন্য সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে ফিতা কেটে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার।
সহযোগী অধ্যাপক ডা. বিনা পানি দাসের সঞ্চানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য আবু নঈম শেখ, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)’এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ্, সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ এর প্রকল্প পরিচালক ডা. শামছুদ্দিন আহমদ প্রমুখ। পরে মন্ত্রী মদনপুর-দিরাই-শাল্লা সড়কের তিনটি নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।