দেশ উন্নয়নের যে শিখরে অবস্থান করছে তা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সম্ভব হয়েছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৫:০৪:৫৭ অপরাহ্ন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নের যে শিখরে অবস্থান করছে তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে। দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশ একটি সম্মানজনক অবস্থানে আছে। এই সম্মান ধরে রাখতে হলে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।
মন্ত্রী রোববার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন অনুদান প্রদান; উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ; সরকারের ঘোষিত সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিতকরণ ও সরকারের বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বর্তমান সরকারের আমলে বিভিন্ন অনুদানের কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, সমাজসেবা অধিদপ্তর ২০১৮ থেকে ২০২৩ এই সময়কালে কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ৪৪ কোটি ৭০ লক্ষ টাকার বিভিন্ন অনুদান প্রদান করেছে। এর মধ্যে ৮২ জন বীর মুক্তিযোদ্ধাকে ৩ কক্ষ বিশিষ্ট পাকাঘর করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে, যার মধ্যে ৪৪ টি বীর নিবাস ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ৩৪৮ টি ভূমিহীন-গৃহহীন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে জমিসহ আধাপাকা ঘর করে দেয়ার প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ৩৫ টি উপকারভোগী পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।
কৃষি ক্ষেত্রে সরকারের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকের উন্নয়নে সরকার সর্বাত্মক চেষ্টা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে। এর অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় গত ৪ মাসে মোট ২৭৫০ জন কৃষককে রবিশস্য প্রণোদনা প্রদান করা হয়েছে। কৃষকদের সরিষা উৎপাদন করার জন্য উপজেলা পরিষদের সহায়তায় ৪২০ জন কৃষককে ২ লক্ষ টাকার সরিষা বীজ প্রদান করা হয়েছে। এছাড়াও কৃষকদের ৭০% ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রাংশ সরবরাহে সরকার সর্বাত্মক সহায়তা করছে।
পাথর কোয়ারির শ্রমিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমার ব্যক্তিগত কারণে নয় বরং সরকার পরিবেশগত কারণে পাথর কোয়ারি বন্ধ রেখেছে। এটা নিয়ে সরকারের চিন্তাভাবনা আছে এবং সময় হলে হয়তো আবারো তা খুলে দেয়া হবে। পাথর শ্রমিকদের আশ্বস্ত করে তিনি বলেন, আমি আমার তরফ থেকে এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো। বিজ্ঞপ্তি