ক্যান্সার রোগীকে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার অনুদান
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৫:১৯:২১ অপরাহ্ন
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এর উদ্যোগে দক্ষিণ সুরমার দাউদপুরের ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য নগদ অনুদান প্রদান করা হয়েছে। শনিবার বিকালে সিলেট নগরীর ৩২নং ওয়ার্ডের পূর্ব কুশিঘাটস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা সিলেট মহানগর শাখার সভাপতি সালমা বেগম ক্যান্সার রোগে আক্রান্ত মঈন উদ্দীনের স্ত্রীর হাতে নগদ অর্থ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সদস্য মোঃ এনামুল হক, তাজুল ইসলাম, মাসুম আহমদ, জুম্মান আহমদ, সমাজকর্মী আফরোজ আহমদ প্রমুখ।অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতা ও সমাজের কল্যাণে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবাসহ সর্বক্ষেত্রে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়। তারই ধারাবাহিকায় অসুস্থ ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হলো। বিজ্ঞপ্তি