বাহরাইন দূতাবাসে জাতীয় সংবিধান দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৮:৩৫:৫৪ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।শনিবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় সকাল ১১ টায় দূতাবাস প্রাঙ্গণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাঙালি জাতির জীবনে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। একটি দেশ পরিচালনার জন্য সংবিধানের গুরুত্ব অপরিসীম যা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মাত্র ১১ মাসের মধ্যেই সংবিধান প্রনয়ণ করতে সক্ষম হন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোঃ মাহফুজুর রহমান, প্রথম সচিব ইলিয়াছুর রহমান, তৃতীয় সচিব তাছির উদ্দিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবার ও স্বাধীনতা অর্জনে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।