মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভা
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৮:৩৯:০৪ অপরাহ্ন
সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর আম্বরখানা একটি অভিজাত হোটেলে সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর সভাপতি দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এরশাদ হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ফজলে লোহানী রিপন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি-আইন বিষয়ক সম্পাদক এফ এ আল সিফাত হিরু, নারায়নগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর সভাপতি আসাদুল্লাহ আসাদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর সিলেট জেলা সভাপতি মো. জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর ইউনিটের সহ সভাপতি জগলু হোসেন, সেলিম আহমেদ, নিয়ামতুল বারী জুবায়ের, মঞ্জুর হাসান মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শাহেদ শাহরুখ অয়ন, সাংগঠনিক সম্পাদক সাকলাইন দেওয়ান রুজেল, দপ্তর সম্পাদক সুহেল আহমেদ, প্রচার প্রকাশনা সম্পাদক হাসান আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান আল মামুন খসরু, সমাজ কল্যাণ সম্পাদক মিলাদ আহমেদ, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মোছা: মিনারা বেগম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শুবাশ চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠানে শেষে প্রধান প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এরশাদ হোসেনকে ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি