নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় : শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৮:৪১:৩১ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামীলীগ যা বলে তা করে। হাবিবুর রহমানকে বিগত উপ-নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করায় আজ লালাবাজারে বাসিয়া নদীর উপর সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হয়েছে। এ সেতু দক্ষিণ সুরমা ও বিশ্বনাথের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে। এতে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।
শফিকুর রহমান চৌধুরী শনিবার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে বাসিয়া নদীর উপর ৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান এর সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান বলেন, এলাকার জনগণ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামীতে নৌকার বিজয় হলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত থাকবে। লালাবাজার নদীর ওপর সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজন উদ্দিন ও জেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।
সেতু বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও আওয়ামীলীগ নেতা সিতার আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির মিয়া, সমাজসেবী মোনায়েম খান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রানা, অলংকারী ইউপি সাবেক মেম্বার তফজ্জুল আলী, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, লালাবাজার কেন্দ্রীয় জামে মসাজিদের মোতাওয়াল্লী হেলাল আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি