ওসমানীনগরে জামায়াতের অবরোধ পালিত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৮:৪৬:২১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে উপজেলা জামায়াতের উদ্যোগে অবরোধ পালিত হয়েছে। জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন নামক স্থানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চেীধুরী শাহিন, সেক্রেটারী আনহার আহমদ, এসিসট্যান্ট সেক্রেটারী হাফেজ সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর নেতৃত্বে একদল জামায়াত শিবিরের কর্মী মহাসড়কে গাড়ী আটকিয়ে জামায়াতের কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচী পালন করে। এসময় কর্মীরা সরকারের পদত্যাগ দাবী করে কেয়ারটেকার সরকারের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে মহাসড়ক ত্যাগ করে।