সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ ও ব্যারিস্টার শাহজাহান ওমর আটক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৯:১৬:৩৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাদের আটক করা হয়।বিএনপির দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগে রোববার (৫ নভেম্বর) ভোরে টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে আলতাফ হোসেনকে।এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে আটক করা হয়েছে। র্যাব বলেছে, তিনি টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যারিস্টার শাহজাহান ওমরকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।