দৈনিক জালালাবাদে বিএমএ মহাসচিব ডা.দুলাল
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ৮:১৮:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিএমএ মহাসচিব এবং সিলেট ৩ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল সোমবার রাতে এক সৌজন্য সাক্ষাতে দৈনিক জালালাবাদ কার্যালয়ে আসেন। পরে তিনি সম্পাদক মুকতাবিস উন নূরের সাথে মত বিনিময় করেন এবং কর্মরত সাংবাদিক ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন। এসময় দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ, যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তাফা খান, সিনিয়র স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, এমজেএইচ জামিল, স্টাফ রিপোর্টার এটিএম তুরাব, সার্কুলেশন ম্যানেজার রশীদ আহমদ তাপাদার, সম্পাদনা সহযোগী দাইয়ান চৌধুরী, সিনিয়র কম্পিউটার অপারেটর পান্না লাল রায়, কম্পিউটার অপারেটর সাদিকুর রহমান সুমন ও রাজন ধর উপস্থিত ছিলেন।