চেয়ারম্যান মোছাব্বির স্মরণে গোলাপগঞ্জ এসোসিয়েশনের শোক সভা
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ৬:৩২:৫০ অপরাহ্ন
গোলাপগঞ্জ এসোসিয়েশন সিলেট এর উপদেষ্টামন্ডলীর সদস্য ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মুছাব্বির ও এসোসিয়েশনের সহ সভাপতি সামছুল ইসলাম ছালিক এর মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল রোববার গার্ডের টাওয়ারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ এসোসিয়েশন সিলেট এর সভাপতি ফারুক আহমদ মিছবাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল এর পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মৌলানা আব্দুর রকিব এডভোকেট, উপদেষ্টা তালুকদার জহির উদ্দিন, সহ সভাপতি একেএম আহাদুস সামাদ, লায়েছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম খেতু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান শীলু, শিক্ষা সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম খান, প্রজেক্ট ও গবেষণা সম্পাদক নীহার রঞ্জন দাস, সদস্য আরিফুর রহমান ও ফরহাদ আহমদ মাছুম।
শোকসভা শেষে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতিসহ এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন সবার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি