বড়লেখায় প্রবাসীর ওপর হামলা, প্রধান আসামি কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ৬:৫৫:০৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান ওরফে ফাইজ মো. রহমানের (৬৬) ওপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামি খায়রুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পিবিআই। গত রোববার (৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।গত ৫ আগস্ট ভোরবেলা নিজ বাসার প্রাঙ্গণে দুর্বৃত্তের হামলার শিকার হন যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান। এ ঘটনায় আদালতের আদেশে গত ১৭ আগস্ট বড়লেখা থানায় ৩ জনের নামে একটি মামলা হয়। মামলাটি তদন্ত করছেন পিবিআই মৌলভীবাজারের কর্মকর্তা মোকাদ্দেছ হোসেন।
প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা মাকাদ্দেছ হোসেন বলেন, তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়। ঘটনার রহস্য উদঘাটনের লক্ষ্যে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে।