এপেক্স ক্লাব সুরমা ভিউ’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ৭:০১:২৯ অপরাহ্ন
এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস মাস উদ্বোধন উপলক্ষে ন্যাশনাল সার্ভিস দপ্তরের নির্দেশে এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র উদ্যোগে সোমবার সিলেট নগরীর শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র একটিং প্রেসিডেন্ট এপে. শাহেদুন্নবী সাহেদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট এপেঃ এস এ শফি, সেক্রেটারি হাফিজ শাহ আদনান, সার্ভিস ডাইরেক্টর এপেঃ আব্দুর রহমান তুহিন, এক্সপেনশন ডাইরেক্টর এপেঃ বুলবুল আহমদ, ট্রেজারার এপেঃ আব্দুল কাদির জুনায়েদ, ক্লাব সদস্য এপেঃ সাফায়েত জামান নবীন, এপেঃ আহমেদ রাহিমদ, এপেঃ এ.কে আজাদ, এপেঃ শামীম আহমদ, এপেঃ নওয়াজ মারজান, এপেঃ হুসাইন ফাহিম, এপেঃ মুবিন উদ্দিন ইমন, এপেঃ মোঃ জহির আলী প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ৩৮তম কনভেশন শাহজালাল এপেক্সে এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র শীতবস্ত্র বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট ডিভিশনের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি