সিসিকের এক্সেভেটরের আঘাতে গ্যাসলাইনে ফাটল : সরবরাহ বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ৮:২১:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর মেজরটিলায় রাস্তার পাশে সিলেট সিটি কর্পোরেশনের পানির লাইনের কাজ করার সময় গ্যাস সঞ্চালনের পাইপে এক্সেভেটরের আঘাত লাগলে পাইপ ফেটে দুর্ঘটনার সৃষ্টি হয়। সাথে সাথে প্রবল বেগে গ্যাস বের হওয়ায় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় উপস্থিত মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা পর বিকাল ৫টার দিকে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও নগরীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
জানা গেছে, মেজরটিলা বাজারে পানির পাইপ স্থাপনের কাজ করছে সিসিক। বিকাল সোয়া ৩টার দিকে মাটি কাটার মেশিনের (এক্সেভেটর) আঘাতে গ্যাসের পাইপ ফেটে গিয়ে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। মুহুর্তে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে ছুটে এসে বাঁশ দিয়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করেন। পরে পৌনে ৫টার দিকে পাইপের গ্যাস সঞ্চালন বন্ধ করা হয়।
এদিকে, সিলেট-তামাবিল সড়কের পাশ দিয়ে যাওয়া গ্যাস সঞ্চালন লাইন বন্ধ রাখায় নগরীর খাদিম, টিলাগড়, মিরাবাজার, শিবগঞ্জ, সাদিপুর, সেনপাড়া, বালুচর, মেজরটিলা, খারপাড়া, মিরাপাড়া ও টুলটিকর এলাকায় বিকাল পৌনে ৫টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন- এটি মূল সঞ্চালন লাইন। এটি মেরামত করতে সময় লাগবে। হয়তো সোমবার পুরো রাতও লেগে যেতে পারে। লাইনটি মেরামত করতে বিশেষজ্ঞ টিম ও আধুনিক মেশিনারিজ আনা হয়েছে।