গোয়াইনঘাটে ৬ কোটি টাকা ব্যয়ে স্থাপিত হচ্ছে ৫শত পানির উৎস
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৬:২৫:১৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: চলতি অর্থ বছরে গোয়াইনঘাটে ৬ কোটি টাকা ব্যয়ে ৫ শত পানির উৎস স্থাপিত হচ্ছে। নিরাপদ পানির সুবিধা পাবে পাঁচ সহস্রাধিক পরিবার। আগামী মার্চ মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ইউনুস আলী।
সাড়ে ৩ লক্ষাধিক জন অধ্যুষিত গোয়াইনঘাটে নিরাপদ পানির তীব্র সংকট নিরসনে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা বায়ে স্থাপন করছে নিরাপদ পানির উৎস। ফলে উপজেলার জনসাধারণের পানি বাহিত রোগের প্রকোপ অতীতের চেয়ে অনেক কমেছে। চলতি অর্থ বছরে হাওরাঞ্চলে নিরাপদ পানি সরবরাহ স্যানিটেশন ও হাইজিন প্রকল্পের আওতায় ১৫টি টয়লেটসহ ৩ কোটি সাড়ে ৭ লক্ষ টাকা ব্যয়ে ২শত দশটি গভীর নলকূপ এবং সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ২ শত ৮৬ টি গভীর অগভীর নলকূপ রিংওয়েল স্থাপন করা হচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইউনুস আলী জানান, আগামী এপ্রিল-মার্চ মাসেই প্রকল্পগুলোর কাজ শেষ হবে। সরকারের নিরাপদ পানির উৎস স্থাপনের ফলে পরিবর্তন এসেছে উপজেলার মানুষের জনস্বাস্থ্যে। কমেছে পানিবাহিত রোগের মরনঘাতি থাবা। টিউবওয়েল স্থাপনে সংশ্লিষ্টদের তদারকি জরুরী বলে মনে করেন সচেতন মহল। তাদের মতে এখানে কোন ঠিকাদার কোন দিন আসে না, মিস্ত্রী নামে যে থাকে সে-ই ঠিকাদার আর প্রকৌশলীর দায়িত্ব পালন করে, ফলে নানা জটিলতায় টিউবওয়েল স্থাপন হয় বাধাগ্রস্ত।
গোয়াইনঘাটে যে বাড়িতে নলকূপ স্থাপন করা হয়, ঠিকাদারের ১০/১২ লোকের খাবার চাপিয়ে দেয়া হয় সুবিধাভোগীর উপরে। গোবরসহ বিভিন্ন সামগ্রি দিতে চাপ সৃষ্টি করা হয় সাধারণ মানুষকে। যা সম্পূর্ণ অবৈধ বলে জানান প্রকৌশলী। আর এ বিষয়ে সাধারণ মানুষের প্রয়োজন সচেতনতার।