মোবাইল পাঠাগারের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৬:৩৫:৫৬ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮৪০তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুল এর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক ইমতিয়াজ সুলতান ইমরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন, কবি মকসুদ আহমদ লাল, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি