জামালগঞ্জে দাখিল মাদ্রাসার ৪ তলার ভিত্তি স্থাপন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৭:৩১:৩০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষীপুর তায়ীদুল ইসলাম রাহমানিয়া দাখিল মাদ্রাসার ৩ কোটি ৬১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো: ফয়জুল আলম তালুকদার মোহন এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মো: বজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের সহকারী শিক্ষা প্রকৌশলী পারভেজ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মো: মুমতাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস, এলাকার মুরব্বী আব্দুল হক তালুকদার, ফখর উদ্দিন তালুকদার, নুরুল ইসলাম, বদর উদ্দিন, ইউপি সদস্য কামরুল ইসলাম, মাদ্রাসা কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন, আছবাহ উদ্দিন সিদ্দিকী লালন, অমিরুল হাসান ও মেহেদী হাসান হিরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ্ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো: আ: রাজ্জাক তালুকদার, দ্বীজেন্দ্র লাল দাস, খন্দকার শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আবুল খয়ের, আ: লতিফ নাজেল, বীমল চন্দ্র তালুকদার প্রমুখ।