সিলেটে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৮:১২:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে আম্বরখানার বনশ্রী আবাসিক এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত যুবকের নাম তানভীর আহমদ (২৮)। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।
এসএমপির আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে কি কারণে আত্মহত্যা করেছেন বা মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এসএমপির এয়ারপোর্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।