এবার লবণ আমদানির অনুমতি
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৮:১৮:০৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ডিম ও আলুর পর এবার লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
তিনি বলেন, প্রাকৃতিক কারণে লবণের উৎপাদন মৌসুম বিলম্বিত হওয়ায় বাজারে যাতে কোনো ঘাটতি না হয় সেজন্য লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, গত ১৫ দিন আগে থেকেই এটার সৃজন (উৎপাদন) শুরু হওয়ার কথা, এটা একটু পিছিয়ে গেছে বলেই শিল্প মন্ত্রণালয় হয়তো মনে করছেন। যাতে লবণের কোনো ঘাটতি না হয় সতর্কতা হিসেবে এটা (আমদানি অনুমতি) দিয়েছেন।