গোলাপগঞ্জে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৮:১৮:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে নাশকতার মামলায় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার বিকালে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুজিবুর রহমান দুলাল (৪২) ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত নুর বক্সের ছেলে। তিনি ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায়, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতালে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে হরতালকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টি করে দলটির নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃত মুজিবুর রহমান দুলাল ওই মামলার এজাহারভুক্ত ৩ নাম্বার আসামি। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এখলাছুর রহমান।