পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৮:২০:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পুলিশ কর্মকর্তার বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার নগরের সাগরদিঘিরপারের আপন ব্ল-টাওয়ারের ১২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম জামিয়া আক্তার (১৭)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। জামিয়া ওই বাসার ভাড়াটিয়া এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসায় গৃহকর্মী ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়- বেলা ১১টার দিকে জামিয়া আক্তার ঘরের ময়লা ঝুড়িতে করে বাইরে নিয়ে ফেলে এসে দরজা বন্ধ করে দেয়। ওই সময় সে বাসায় একা ছিলো। পুলিশ কর্মকর্তার স্ত্রীও চাকরিজীবী। সন্তানরা ছিলো স্কুলে। দুপুরের পরে পুলিশ কর্মকর্তার সন্তানরা স্কুল থেকে ফিরে দরজায় ডাকাডাকি করলে জামিয়ার সাড়া না পেয়ে তারা বাবা-মাকে জানান। পরে তারা সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে টাওয়াল স্ট্যান্ডের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জামিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন- আলামত দেখে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের ময়না তদন্ত হচ্ছে। কেন আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।