বাংলাদেশে ব্যাপক গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ৯:০৬:৪৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় তারা উদ্বিগ্ন।সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।ব্রিফিংয়ে ডুজারিককে প্রশ্ন করা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ৪ নভেম্বর সংলাপে যায়নি। এর পরিবর্তে দলটি অবরোধ কর্মসূচি ডেকেছে। অবরোধ-সহিংসতায় একজন পুলিশ নিহত হয়েছেন। রাজনৈতিক দলটি সংলাপে যায়নি অথচ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছে। বিষয়টি জাতিসংঘ কীভাবে দেখছে?
জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। তাই একটি দল কেন সংলাপে যায়নি, তা নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ।এ সময় ডুজারিক আরও বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় আমরা (জাতিসংঘ) ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছি।এদিকে, আগামী জানুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।