আজ থেকে ফের ৪৮ ঘন্টা অবরোধের ডাক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ১২:৩৫:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : একদিন বিরতি দিয়ে আজ বুধবার থেকে আবারো সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো।সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি নতুন এই কর্মসূচি ঘোষণা করে। জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি ও নির্যাতনের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে । এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।
এদিকে, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আজ থেকে অবরোধ কর্মসূচী পালন করার আহবান জানান।সারা দেশে কয়েক শ’ নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করে বিএনপি-জামায়াত। দুই দিন বিরতি দিয়ে ফের রোববার থেকে বিএনপি-জামায়াত ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি পালন করে। গতকাল মঙ্গলবার কোনো কর্মসূচি রাখেনি তারা। বিএনপি ও সমমনা জোট ও দলগুলোর পাশাপাশি জামায়াতে ইসলামী আলাদাভাবে ঘোষণা দিয়ে একই কর্মসূচি পালন করে আসছে।