সাইক্লোনের গ্রন্থ পাঠ ও পর্যালোচনাসভা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৬:১৪:৪১ অপরাহ্ন
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সংগঠক, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সদ্য প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদের ভ্রমণকাহিনি ‘ইউরোপের সাত দেশে বাইশ দিন’ গ্রন্থের পাঠ ও পর্যালোচনাসভা সোমবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের।
নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬৪তম সাহিত্য আসরে অনুষ্ঠিত পাঠ ও পর্যালোচনাসভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের ভারপ্রাপ্ত সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ। সভায় অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষাবিদ অধ্যাপক আমিনুল হক চুন্নু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, চ্যানেল ‘এস’-এর রিপোর্টার ও বাংলা মেইল-এর বার্তা সম্পাদক আতিকুর রহমান, আলোর অন্বেষণ-এর সভাপতি সাজন আহমদ সাজু এবং অনুষ্ঠানের শুরুতে লেখক পরিচিতিসহ ‘ইউরোপের সাত দেশে বাইশ দিন’ গ্রন্থের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গল্পকার সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল এবং গ্রন্থটির উপর আলোচনায় অংশ নেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এস.পি.এস)-এর সভাপতি ফরিদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক জ্যোতি মোহন বিশ^াস, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আক্তার, মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরান আহমদ, মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার ইকবাল হোসেন খান, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, দৈনিক সিলেটের ডাক-এর সাহিত্য সম্পাদক ফায়যুর রহমান, ছড়াকার অজিত রায় ভজন, কবি ইসমত হানিফা চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, ব্যাংকার-কবি শাহেদ আবদুর রকিব, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, উন্দাল কিং-এর ম্যানেজিং ডাইরেক্টর সালাউদ্দিন বাবলু, কবি লিপি খান, কবি কামাল আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, মইনুল হাসান আবির। সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক বিমান বিহারী বিশ^াস।
লেখক অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ। বিজ্ঞপ্তি