জিডিএফ’র মহাসচিবের ড. ভূপেন হাজরিকা সম্মাননা লাভ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৬:৫৭:১৪ অপরাহ্ন
ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের পক্ষ থেকে ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভ করেছেন সিলেটের গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। আন্তর্জাতিক সাহিত্য মহাসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠানে প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ বায়জিদ খানকে এ সম্মাননা প্রদান করা হয়।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা লাভ করায় সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী, জাতীয় প্রতিবন্ধী ফোরাম এর সহ সভাপতি, তৃণমুল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি এম তাজুল ইসলাম তারেক, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সিনিয়র সহসভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রোকসানা বেগম, ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সডমেন্ড ফাউন্ডেশনের মহাসচিব অমিত চক্রবর্তী, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় সিলেটের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, প্রতিবন্ধী নাগরিক ক্রীড়া পরিষদের সভাপতি শারমীন আক্তার রেবা, সহ-সভাপতি মোঃ নাদিম খান, সাধারণ সম্পাদক জয়দ্বীপ রায়, কোষাধ্যক্ষ মোঃ বায়েজিদ, জকিগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি আল আমিন হক ময়নুল, দিশারী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা বিশ্বনাথের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল লেইছ, সহ-সভাপতি মখন মিয়া, সাধারণ সম্পাদক মোছাঃ আসমা বেগম, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা হবিগঞ্জের সাবেক সভাপতি এবং জেলা আইন ও সুরক্ষ কমিটি বাহুবল উপজেলা সদস্য মোঃ তাহের মিয়া সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বায়জিদ খান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর রবিবার ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ থেকে বায়জিদ খানের পক্ষে ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক গ্রহণ করেছেন ডাঃ বিষ্ণু দেবনাথ। তিনিও চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি