দলীয় নেতাকর্মী গ্রেফতারে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৬:৫৭:৫৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা নিজাম আহমেদসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের নেতৃবৃন্দ। অবিলম্বে কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
বুধবার এক যৌথ বিবৃতিতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের আহবায়ক তোফাজ্জল হোসেন বেলাল ও সদস্য সচিব এমদাদুল হক স্বপন বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে বিরোধী মতের নেতাকর্মীদের গণগ্রেফতার চলছে। এরই আলোকে ষড়যন্ত্রমূলক গায়েবী মামলায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। এর পরিণতি ভালো হবেনা। বিজ্ঞপ্তি