সাম্যবাদী আন্দোলনের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৭:০০:৪৩ অপরাহ্ন
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪ টায় র্যালী ও সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে ও সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয় এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য ও চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড হৃদেশ মুদি, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার সদস্য মুকুল মাহমুদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীল প্রমূখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহবায়ক কমরেড আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সভাপতি সিরাজ আহমদ, বাসদ সিলেট জেলার সদস্য সচিব প্রণবজ্যোতি পাল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, প্রাক্তন ছাত্রনেতা মিজানুর রহমান রাসেল প্রমুখ। আলোচনা সভা শুরুর পূর্বে একটি সুসজ্জিত লাল পতাকা র্যালী নগরীর আম্বরখানা পয়েন্ট হতে শুরু হয়ে সভাস্হলে এসে মিলিত হয়। বিজ্ঞপ্তি